আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বৃষ্টি-ধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩

কলম্বো, ২৯ নভেম্বর :  ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ভারী বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ১২৩। সেইসঙ্গে নিখোঁজ আরও অন্তত ১৩০। শনিবার এমনই জানিয়েছে প্রশাসন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পড়শি দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ‘অপারেশন সাগর বন্ধু’র  অধীনে জরুরি ভিত্তিতে পড়শি দেশে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।
আইএনএস বিক্রান্ত ও আইএনএস উদয়গিরির মাধ্যমে শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তা কলম্বোয় পৌঁছে গিয়েছে। গতকাল বিকেলে এক্স হ্যান্ডলে সেই ছবি শেয়ার করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আজ শ্রীলঙ্কায় স্কুল-কলেজ ও সমস্ত সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। দিতওয়ার প্রভাব পড়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *